মিরপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মিরপুর প্রতিনিধি।।পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাড়ে ৩শ’ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আব্দুল্লাহ আল কাফি, পল্লী উন্নয়ন ব্যাংকের সোহেল রানা, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ। কৃষি অফিস জানিয়েছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩শ’ ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার ও ৩শ’ ৫৫ টাকা বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।