ভেড়ামারায় মাইক্রো ড্রাইভার সাইদুল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।।ভেড়ামারা মাইক্রোস্ট্যান্ড এর সভাপতি ও পৌর শ্রমিকদলের সহসভাপতি সাইদুল ইসলাম ড্রাইভার হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে আজ শনিবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে ভেড়ামারা মাইক্রোস্ট্যান্ড ও পৌর শ্রমিকদলের যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে শ্রমিক, এলাকার নারী ও পুরুষ অংশ গ্রহন করে।
নৃশংস হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম,ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, শ্রমিক নেতা বাচ্চু,মাসুদ সহ জেলা ও উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মাইক্রো ড্রাইভার সাইদুল ইসলামকে দূবৃত্তরা কুপিয়ে ও নৃশংস ভাবে খুন করে। নিহত মাইক্রোড্রাইভার সাইদুল ইসলাম ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।