ঢাকাFriday , 15 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কুষ্টিয়ার খবর
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করতে গিয়ে সংঘর্ষে দুই কিশোর নিহত

hisnabani
August 15, 2025 11:59 pm
Link Copied!

বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করতে গিয়ে সংঘর্ষে দুই কিশোর নিহত

 

হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় একদল কিশোর ১০ মোটরসাইকেলে বন্ধুদের সাথে নিয়ে রেস করতে গিয়ে একটি মোটরসাইকেলের পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপুল বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১৬ দাগ যাত্রী ছাউনি সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০টি মোটরসাইকেল নিয়ে ২০/২২ জন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই নাহিন নামের এক কিশোরের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের অপর কিশোরও মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।