ভেড়ামারায় যৌথবাহিনীর অভিযানে দু’টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযানে দু’টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি যৌথ বাহিনী।
গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে এ আগ্নেয়া অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভেভামারার চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু’র (২২) বাড়ি থেকে ২টি ৯ মি:মি: বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে, চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু’কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।