ভেড়ামারায় জয়িতা পারভীন নাহার কনিকা সফল উদ্যোক্তা হিসেবে সম্মানিত
হিসনা বাণী প্রতিবেদক।।জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে সফল উদ্যোক্তার সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সম্মাননা পেয়েছেন এ্যাট এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও ঊষা যুব উন্নয়ন সংগঠনের সভানেত্রী জয়িতা পারভীন নাহার কনিকা।
পারভীন নাহার কনিকা ভেড়ামারা শহরের কলেজপাড়ার বাসিন্দা এবং আসাদুজ্জামান কাজলের কন্যা। পূর্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তিনি ‘স্রেষ্ঠ জয়িতা’ সম্মাননাও লাভ করেছিলেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামসেদ আলী, ঊষা যুব উন্নয়ন সংগঠন সাধারণ সম্পাদক আতিক হাসান, তারেক আহমেদ, সোহেল রানা, ডাঃ বায়োজিত প্রমুখ।
অনুষ্ঠানে যুবতী ও যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদ ক্রেস্ট এবং একটি করে গাছ বিতরণ করা হয়।
জয়িতা পারভীন নাহার কনিকা তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “এসএসসি পাশ করার পর ২০১৪ সালে আমার বিয়ে হয়। কিন্তু স্বামী ও তার পরিবারের দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। এক পর্যায়ে ডিভোর্স হয়। এরপর বাবার বাড়িতে ফিরে লেখাপড়া চালিয়ে যাই এবং পাশাপাশি ছোট ব্যবসা শুরু করি। আমার প্রতিষ্ঠানের নাম এ্যাট এন্টারপ্রাইজ ও ঊষা যুব উন্নয়ন সংগঠন। আমি মেয়েদের স্যানেটারি তৈরি ও প্যাকেটজাত করে বাজারজাত করি। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “পারভীন নাহার কনিকা এ্যাট এন্টারপ্রাইজ ও ঊষা যুব উন্নয়ন সংগঠনের মাধ্যমে মেয়েদের স্যানেটারি প্রস্তুত করে বাজারজাত করছেন। এটি ভেড়ামারার যুবসমাজের জন্য অনুপ্রেরণার উৎস।”