দৌলতপুরে গাঁজা বিক্রেতা সাংবাদিককে কুপিয়ে আহত করেছে
দৌলতপুর প্রতিনিধি ।।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় দৈনিক বিশ্ব মানচিত্র প্রত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিলন কে পিটিয়ে আহত করেছে এক গাঁজা ব্যবসায়ী।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানাগেছে, মোঃ মিলন আলী (৩৬),
আল্লারদর্গা হলুদবাড়িয়া বাজারে বিকাশের দোকান আছে সাংবাদিক মিলনের। এছাড়াও দৈনিক বিশ্ব মানচিত্র প্রত্রিকার প্রতিনিধি হিসাবে কাজ করেন। ইকবাল শাহ
বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতায় গাঁজা বিক্রয় সহ মাদক নেশায় আসক্ত। আসামীর বাড়িতে বিভিন্ন সময় এলাকায় যুব সম্প্রদায়কে নিকট গাঁজা বিক্রয় সহ গাঁজা সেবনে আসক্ত করে। যা এলাকার যুব সম্প্রদায় ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করতে তার বক্তব্য নিতে গেলে গাজা ব্যাবসায়ী ইকবাল ক্ষিপ্ত হয়ে ইং-৩১/০৮/২০২৫ তাং সন্ধ্যা ৬ টার সময় সাংবাদিক মিলন হলুদবাড়িয়া হাসান এর চায়ের দোকানে চা পান করার জন্য বসে ছিলেন । সেই সময় উক্ত আসামী ধারালো হাসুয়া হাতে নিয়ে আক্রমন করে।
আসামী ধারালো হাসুয়া দিয়া মাথায় কোপ মারতে গেলে সাংবাদিক বাম হাত দিয়া রক্ষা করে। বাম হাতের কনুই এর উপর কোপ লেগে রক্তাক্ত জখম হয়। এসময় প্যান্টের পকেটে থাকা নগদ ১৩,৭০০/- টাকা নিয়ে নেয়। আসামি চলে গেলে স্থানীয়রা দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি কর্তৃপক্ষের যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক বৃন্দ।