ভেড়ামারায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
হিসনা বাণী প্রতিবেদক।।ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেয়েছেন মাসকলাই প্রণোদনার বীজ ও রাসায়নিক সার।
ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ শ’ কৃষকের প্রতিজনকে দেয়া হচ্ছে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে মোট ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত আশফাকুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদুদুল হক বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রব সরকার ,কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা আবু সাঈদ খান প্রমূখ।