দলীয় মনোনয়ন নিয়ে যে প্রার্থীই আসবে,তার পক্ষেই কাজ করবো
—- শাহাজান আলী
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কারা মুক্তি দিবস ও দলের ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ১৪ ই সেপ্টেম্বর রবিবার বিকেলে ভেড়ামারা – ঢাকা কোচষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল’র আয়োজনে ৩ রা সেপ্টেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ১১ই সেপ্টেম্বর দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ১৮ তম কারামুক্তি দিবস ও বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততায় করনীয় শীর্ষক আলোচনা সভা প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সম্পন্ন হয়।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দল’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল’র সদস্য সচিব ওয়াসিম আকরাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাজান আলী।
প্রধান অতিথি শাহাজান আলী তার বক্তব্যে বলেন, ভেড়ামারা মিরপুর সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়ন তথা “ধানের শীষ” প্রতিক নিয়ে যে প্রার্থীই আসবে, তার পক্ষেই কাজ করবো।তিনি সকল ভেদাভেদ ভূলে ও সকল প্রতিকূলতা ছাপিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিতে এক সঙ্গে কাজ করার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোকারিমপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান,উপজেলা যুবদলর আহবায়ক মোকলেছুর রহমান সবুজ,যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,পৌর স্বেচ্ছাসেবক দল’র সদস্য সচিব নাহারুল হক বকুল প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ববধানে ছিলেন ভেড়ামারা পৌর কৃষকদল’র সভাপতি আশরাফুল আলম রিপন ও যুবদল নেতা মোঃ মোমিন শেখ।