দৌলতপুরে মাঠ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
দৌলতপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার মাঠ থেকে খেরেজ আলী ফকির (৬৫) নামের এক বৃদ্ধের মাথা থেঁতলানো মৃতদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে নিহত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত খেরেজ আলী দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
জানা গেছে, শনিবার সকালের দিকে মাঠের মধ্যে বৃদ্ধার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীরা। পরে পুলিশ এসে বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, তার পরিবারের লোকজন তার একমাত্র ছেলে আনারুল ইসলাম বিদেশ যাওয়াতে সকলে মিলে ঢাকায় পৌঁছে দিতে গিয়েছে। সে বাড়িতে একাই ছিল গভীর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবিও জানান তারা।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত)রাকিবুল হাসা জানান, এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।