ভেড়ামারায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।।১১ অক্টোবর, ২৩ ইং।।
কুষ্টিয়ার ভেড়ামারায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ১১টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা ও জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশ কর্মকর্তা এবং ভেড়ামারা থানা প্রতিনিধি ও বিট অফিসার এসআই বাসার আহম্মেদ।