ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে সভা অনুষ্ঠিত।।
হিসনা বাণী প্রতিবেদক।।১১অক্টোবর,২৩ ইং।। ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে আজ বুধবার সন্ধ্যায় ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন
উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জহুরুল ইসলাম বিজলী, সহসভাপতি আতাউর রহমান নায়েব,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রোকোনুজ্জামান রুনু,যুগ্ম সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু,কোষাধ্যক্ষ ও পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খসরুজ্জামান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পৌর প্যানেল মেয়র নাঈমুল হক, সদস্যও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সদস্য আমিনুল ইসলাম পিন্টু, আতিয়ার রহমান ও মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।