ভেড়ামারা উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন ইউএনও আকাশ কুমার কুন্ডু
হিসনা বাণী প্রতিবেদক।।১৭অক্টোবর ২৩ ইং।।আগামী ২০ অক্টোবর শারদীয় দূর্গােৎসব উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্ডপ’র শেষ পর্যায়ের প্রস্তুতি পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম,
মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ,
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অসিত কুমার সিংহ রায় ও ভেড়ামারা উপজেলা শাখার সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) প্রদীপ সরকার।