ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শেখ রাসেল দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।১৮ অক্টোবর, ২৩ ইং।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও হাত ধোঁয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে শেখ রাসেলের প্রতিকৃতিত্ব শ্রদ্ধা নিবেদন করেন ভেড়ামারা উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, জাসদ।
এরপর উপজেলা চত্বর থেকে এক বর্ণ্যঢা র্যালী বের হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,
ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী,
উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরীন, মহিলা বিষয় কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ, উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার কাজী মুসা, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সরকারী প্রোগ্রামার আই সি টি আলমগীর হোসেন প্রমুখ।