ভেড়ামারায় জাসদের উদ্দ্যোগে রনজিত কুমার সিংহ রায়’র ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।২০ অক্টোবর, ২৩ ইং।। প্রয়াত নেতা ভেড়ামারা উপজেলা জাসদের সাবেক সভাপতি রনজিত কুমার সিংহ রায় এর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলা জাসদ উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে রনজিত সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ নেতৃবৃন্দ। এরপর দলীয় কার্যালয়ের সামনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলীর পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জাসদ নেতা মঈনুল হক ডাবলু,ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আইয়ুব আলী, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি হাজি শফিকুল ইসলাম শফি, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহসভাপতি মিজানুর রহমান মিজান সহ জাসদ নেতৃবৃন্দ।
(উল্লেখ্য, ১৯৯৮ সালের ২০শে অক্টোবর ভোররাতে একদল চরমপন্থী সশস্ত্র দূস্কৃতিকারীদের গুলিতে ঘুমন্ত অবস্থায় নিহত হন ও জাসদনেতা বাবু শ্রী রনজিৎ কুমার সিংহ রায়।