সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে ভেড়ামারায় পুরস্কার বিতরণ করেন এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ভেড়ামারায় চায়ের দোকানদারকে হত্যায় জাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে বিএনপি নেতা জহুরুল করিমের সংবাদ সম্মেলন জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন ভেড়ামারায় জাতীয় পাটি (কাজী জাফর)  যুবসংহতির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত ভেড়ামারায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ভেড়ামারা উপজেলার নবাগত ইউএনও রফিকুল ইসলামের যোগদান কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই মামলার আসামী আবু হেনা মোস্তফা কামাল গ্রেফতার

মিরপুরে হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়া ১৯ বছর পর গ্রেফতার

Reporter Name / ১৩৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৯:০৫ অপরাহ্ন

মিরপুরে হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়া ১৯ বছর পর গ্রেফতার

 

মিরপুর প্রতিনিধি।। ২০ অক্টোবর, ২৩ ইং।। কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ও র‌্যাব ২ সহায়তায় ডিএমপির ভাটারা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১৯ বছর আমৃত্যু সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি চরমপন্থী দলের নেতা জিয়া(৪৩)কে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

থানা সুত্রে জানা গেছে,
কুষ্টিয়ার মিরপুরে কাটদহচর এলাকায় ২০০৪ সালের চাঞ্চল্যকর ও আলোচিত ইমরান রশিদকে গলা ও বুকে গুলি করে হত্যা মামলার আমৃত্যু সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি জিয়া মিরপুর থানার জি আর-১৫৭/০৪ ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি।সে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিল। পরবর্তীতে দুই বছর আগে দেশে ফিরে পলাতক ছিল। পরে র‌্যাব-২ এর বর্তমান ডিউটি অফিসার ও মিরপুর থানার সাবেক এসআই সাধন বিশ্বাসের নজরদারিতে প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে রাজধানীর ভাটারা থেকে তাকে আটক করা হয়।

আদালত এবং এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার বাদশা মাস্টারের ছেলে ইমরান রশিদ (২৮)। ২০০৪ সালের ২১ নভেম্বর রাতে পরিবারের লোকজনের সঙ্গে খাবার খাওয়ার পর ইমরান রশিদ প্রতিবেশী চাচাতো ভাই আশরাফুলের বাড়িতে যান এবং চাচাতো ভাইয়ের সঙ্গে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে আসামিরা জিয়ার নেতৃত্বে দলবেঁধে অস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে যান এবং ইমরানকে খোঁজাখুঁজি করেন। এ সময় ইমরানের পরিবারের লোকজন আসামিরদের জানান, ইমরান তার চাচাতো ভাইয়ের বাড়িতে ঘুমাচ্ছে। এ কথা শোনার পর আসামিরা ইমরানের চাচাতো ভাইয়ের বাড়িতে যান এবং ইমরানকে নির্মমভাবে নির্যাতন করে গলায় ও বুকে গুলি করে হত্যা করে।দণ্ডপ্রাপ্ত আসামিরা চরমপন্থি দলের সদস্য, চাঁদাবাজী অপহরণ খুনসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের অপরাধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এবং শত্রুতার জেরে ইমরানকে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন ২২ নভেম্বর নিহত ইমরান রশিদের ছোট ভাই হুমায়ুন রশিদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এর পর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত এই রায় ঘোষনা করেন।
ঘটনা সত্যতার নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, আসামি কে গ্রেপ্তারে আমরা দীর্ঘদিন তাকে নজরদারিতে রেখেছিলাম। পরবর্তীতে ‍র‍্যাব-২ এর সহযোগিতায় আমরা গত রাত্রে তাকে রাজধানী থেকে আটক করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর