শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।।২০ অক্টোবর, ২৩ ইং।।
শারদীয় দুর্গাপূজা- উপলক্ষ্যে ২০ অক্টোবর জেলা পুলিশের আয়োজনে আইন-শৃংখলা কাজে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) ।
প্রধান অতিথি শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), ডিআইও-১, ডিএসবি, কুষ্টিয়া অফিসার ইনচার্জ, কুষ্টিয়া থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।