কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন হানিফ এমপি
হিসনা বাণী প্রতিবেদক।।২২ অক্টোবর,২৩ ইং।।কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২১ অক্টোবর কুষ্টিয়া মোহিনী মিল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) ২০২৩ এর জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার), কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শিল,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি দবির উদ্দিন,কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোছাদ্দেক আলী মনি সহ ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ।
প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) এর মাধ্যমে সারাদেশ থেকে কৃতি খেলোয়াড়দের বাছাই করে জাতীয় টিম গঠন হচ্ছে। আজকে বাংলাদেশের মেয়েরা বিদেশের মাটিতে খেলাধুলায় শিরোপা জয় করে আসছে।
তিনি আরও বলেন, এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে। তরুন প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কুষ্টিয়ার প্রতিটি পাড়ায় পাড়ায় এবং খেলার মাঠগুলো আবার খেলাধুলার মাধ্যমে সরব হয়ে উঠেছে। এরজন্য যা পৃষ্ঠপোষকতার প্রয়োজন আমার এবং জেলা প্রশাসন থেকে করা হবে। সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাদাত উল আনাম পলাশ।