কুষ্টিয়ায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিলন দীর্ঘ ১৫ বছর পর গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।২২ অক্টোবর, ২৩ ইং।।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল ইসলাম মিলন দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল গত ২১ অক্টোবর রাত ১০ টা৩০মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানার মঙ্গলবাড়ীয়া এলাকা’’ হতে ১১ বছর ৬ মাসের সশ্রম করাদন্ড ১০০০০/-হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলাম@মিলন (৩৬)কে
গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিলন নওগাঁ জেলা ও থানার ভবানীপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র।উক্ত মামলার রায় প্রদানের পর থেকে তিনি কুষ্টিয়া জেলার সদর থানার মঙ্গলবাড়ীয়াতে নতুন বিয়ে করে এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উল্লেখ্য তাহার নামে জয়পুরহাট থানার তিনটি মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।