ভেড়ামারা উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করলেন আব্দুল আলীম স্বপন
হিসনা বাণী প্রতিবেদক।।২২অক্টোবর,২৩ ইং।।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন রবিবার ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দিরের পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুলসহ জাসদ ও যুবজোট নেতৃবৃন্দ। পুজামন্ডপ পরিদর্শন কালে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেন,ধর্ম যার যার উৎসব সবার।