জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সাথে কুষ্টিয়া প্রেস ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত
ঢাকা অফিস।। ১ নভেম্বর, ২৩ ইং।। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, দপ্তর সম্পাদক সেবীকা রানীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় সাংবাদিকদের উপর হামলা ও হত্যার হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই ঘটনাসূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবী করেন।