ভেড়ামারায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
হিসনা বাণী প্রতিবেদক।।৪ নভেম্বর,২৩ ইং।। ভেড়ামারায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যোগে আজ শনিবার সকালে উপজেলা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ও সমবায়ি বৃন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।