ভেড়ামারায় নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি সহ ৩ জন গ্রেফতার
হিসনা বাণী প্রতিবেদক।।৯ নভেম্বর,২৩ইং।।
কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের অভিযানে নকল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি ও নকল মিঠু বিড়ি সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ২ টার সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ এর দিক নির্দেশনায় ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের নেতৃত্বে থানার এসআই ( নিঃ) আশরাফুল আলম, এস আই মহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা পুলিশ ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ গ্রামের ভেলকিরপুল নামক স্থানে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নকল ব্যান্ডরোল যুক্ত ৬৫ হাজার আজিজ বিড়ি ও নকল মিঠু বিড়ি আটক করেছে। যার বাজার মূল্য আনুমানিক ৯৫ হাজার টাকা। এসময় নকল বিড়ি নিয়ে যাওয়ার সময় মুল হোতা ছামিদুল ইসলাম (৪০) পালিয়ে গেলেও তিনজনকে আটক করেছে তারা হলো, সুজন ইসলাম( ৩৫) লালন সরদার (৩০) শাহিন আলী (৩৬) এদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A( B)/ ২৫- D ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং – ১৪, তারিখ ৯-১১-২৩ ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।