প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন
হিসনা বাণী প্রতিবেদক।।১৪ নভেম্বর,২৩ ইং।। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প/উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সম্মেলন কক্ষ হতে সংযুক্ত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, মাননীয় কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থী, জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা ও সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।