আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে ইনুর নেতৃত্বাধীন জাসদ
ঢাকা অফিস।। ১৮ নভেম্বর, ২৩ ইং।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষনা পর ইসির পরিপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষ্যে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবার (১৮ নভেম্বর) মধ্যে জানাতে হবে। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট করেছিল দলটি। মূলত জাসদের দলীয় প্রতীক হলো মশাল তার অংশ হিসেবে জাসদ তাদের অবস্থান জানাতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে গতকাল শুক্রবার ১৭ নভেম্বর পাঠানো এক চিঠিতে বিষয়টি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ইসিকে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। অতীতের মতো এবারও আমরা জোটবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বেশ কিছু দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোটবদ্ধ হয়ে নৌকা ও ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল।