ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।।১৮ নভেম্বর, ২৩ ইং।। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সাইদুর চেয়ারম্যান অডিটোরিয়ামে আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহেদ আহমেদ
শওকত, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাহানুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির জুয়েল প্রমুখ।