কুষ্টিয়ায় সরকারি অফিসগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশনা ডিসি এহেতেশাম রেজা’র
হিসনা বাণী প্রতিবেদক।।১৯ নভেম্বর, ২৩ ইং।। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে সভায় নির্বাচন সামনে রেখে সরকারি দপ্তরে রাতের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় মুজিবনগর সেচ প্রকল্পের ২শ ৮৪ গ্রুপের টেন্ডার অনিয়মতান্ত্রিকভাবে ভাগাভাগি করার অভিযোগ তোলা হয়।
আলোচনা হয় সাংবাদিক রুবেল হত্যা মামলা, সমাজ সেবা অফিসের ভবন নির্মাণ কাজের অনিয়ম, পাসপোর্ট অফিসে এসে বাইরের লোক কাজ করে দেয়ার জন্য চাপ দেয়া নিয়েও।