ঢাকায় হাসানুল হক ইনু এমপি’র সাথে ভেড়ামারা ও মিরপুর উপজেলা জাসদ নেতৃবৃন্দের মতবিনিময়
ঢাকা অফিস।। ১৯ নভেম্বর, ২৩ ইং।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি মহোদয়ের সাথে আজ রবিবার সকালে ঢাকাস্থ “কর্ণেল তাহের” মিলনায়তনে
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী এলাকার জাসদ দলীয় নেতাকর্মীবৃন্দ। মতবিনিময় সভায় জাসদ সভাপতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিনসহ ভেড়ামারা ও মিরপুর উপজেলা জাসদের সভাপতি /সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট ২উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি /সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ইউনিয়নে জাসদ মনোনিত বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।