মোমিন মুহুরীর নেতৃত্বে চরসাদীপুর গ্রামে শফিকুলের বাড়ীতে হামলা,বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
দৌলতপুর প্রতিনিধি।। ২০ নভেম্বর,২৩ ইং।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্ৰামে শফিকুল মালিথার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় শফিকুল মালিথা বাদী হয়ে প্রতিপক্ষ মোমিন মুহুরী ও তার ভাই আরিফ সহ ১০/১২জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে । গত ১০/১১/২০২৩ খ্রি. তারিখ সকালে আসামী ১। মোঃ মোমিন মহুরী (৪০) ২। মোঃ আরিফ (৪৫) উভয় পিতা- সাইদুল মাষ্টার, ৩। বাচ্চু পিতা-ফকির মালিথা, ৪। ফকির মালিথা (৫০) ৫। মোঃ ডাবলু(৪০), ৬। মোঃ তাসিফ(২৫), ৭। মোঃ সামিউল(৩৫), ৮। সুমন (২৭), উভয় পিতা- রফি মালিথা, ৯। আসাদুল(৪৫), পিতা- রকমান মালিথা, সর্ব সাং চরসাদীপুর , থানা-দৌলতপুর, জেলা -কুষ্টিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শফিকুলের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও মুদি দোকান ভাঙচুর করে ও গাছপালা কেটে ফেলে। যাতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়।
এক পর্যায়ে শফিকুলকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে।
মোমিন মুহরীর ভয়ে শফিকুল মালিথা পরিবার নিয়ে সে এখন এলাকা ছাড়া। এঘটনায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গত ১৬ নভেম্বর শফিকুল মালিথা কুষ্টিয়া আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এঘটনায় মোমিন মুহুরীর সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করলে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।