কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ১৪ জন
হিসনা বাণী প্রতিবেদক।।২১ নভেম্বর,২৩ ইং।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ১৪ জন।
১৮ নভেম্বর শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিনে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে আওয়ামী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের সাবেক স্পেশাল পিপি এ্যাড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ পুত্র, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, মেজছেলে দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আরিফ আহমেদ, দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ করীম মিঠু, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আনছার আলী খান এবং কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তারিক আল মামুন,
কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটর সদস্য খলিসাকুন্ডি কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হক। সোমবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন উত্তোলন করেন। এছাড়াও একইদিন এ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন তুলেছেন দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলামের বড় ছেলে ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দৌলতপুর উপজেলার মাহমুদুল হাসান রাকিব মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এরআগে রবিবার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হুদা পটল আওয়মী লীগ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এনিয়ে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১৪জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।