কুষ্টিয়া ৩ সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৬ জন
হিসনা বাণী প্রতিবেদক।। ২১ নভেম্বর, ২৩ ইং।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহবুব উল আলম হানিফ এর কুষ্টিয়া ৩ সদর আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৬ জন। কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।এছাড়া এই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিতে সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামসহ ইতোমধ্যে ৬ জনের পক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি প্রথম জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি লাইলা আনজুমান আরা বানু,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আমিনুল ইসলাম রতন ও সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মাহতাবুল হক জয়। কুষ্টিয়া ৩ সদর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।