নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা অফিস।। ২৩ নভেম্বর, ২৩ ইং।।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করার পর এখন প্রার্থী চূড়ান্ত করতে বসেছে ক্ষমতাসীন দলটি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভার শুরুতে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, “বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
“২০১৪ সালে আত্মবিশ্বাস ছিল না বলেই জ্বালাও-পোড়াও করে তারা নির্বাচনে আসেনি। ২০১৮ সালের নির্বাচন নিয়ে অপবাদ দিলেও কেউ এখন পর্যন্ত অনিয়মের একটি সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি।”
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
৩০০টি আসনের বিপরীতে বিপুল পরিমাণ এই আবেদন থেকে বৃহস্পতিবার কয়েকটি বিভাগের সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
পর্যায়ক্রমে আগামী কয়েকদিনের বৈঠক থেকে অন্য আসনগুলোর জন্য মনোনয়ন চূড়ান্ত করা হবে।
গত শনিবার থেকে মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ছিল। চারদিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।