ভেড়ামারার বাগগাড়িপাড়ায় বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাটের অভিযোগ আদালতে মামলা
হিসনা বাণী প্রতিবেদক।।২৫ নভেম্বর, ২৩ ইং।। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাগগাড়িপাড়া এলাকার খমেনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে, খমেনের বৃদ্ধা মাকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনায় খমেন বাদী হয়ে প্রতিপক্ষ সিদ্দিকুর গংদের বিরুদ্ধে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, তাঁদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। গত ০৭/১১/২০২৩ খ্রি. তারিখ দুপুরে , আসামী ১। মোঃ সিদ্দিকুর ২। মোঃ বিল্লাল হোসেন, উভয় পিতা- মৃত ইন্তাজুল প্রামাণিক , ৩। সুজন, ৪। রাসেল উভয় পিতা- সিদ্দিকুর , ৫। মোঃ রাব্বি হোসেন পিতা বিল্লাল হোসেন, সর্বগ্ৰাম- বাগগাড়িপাড়া পাড়া, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খমেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে যাতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়। ঘটনার সময় খমেনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৭০) বাধা দিতে গেলে তাঁকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও বাড়িতে ঘরের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ৮০হাজার টাকা ও ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে। পরে ভিকটিমরা মামলা করলে হত্যা করা হবে মর্মে দেয় অভিযুক্তরা। ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন খমেন ও তার পরিবার।