ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমি স্কুলে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
হিসনা বাণী প্রতিেবদক।।২৭ নভেম্বর, ২৩ ইং।। আজ সোমবার সকালে ভেড়ামারা মধ্য বাজারের স্বনামধন্য শিশুশিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি’র সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র একাডেমি চত্ত্বরে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আব্দুল হামিদ রতন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সাংবাদিক মোহাম্মদ শাহ্ জামাল, আলহেরা একাডেমি’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু, রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক আসাদ প্রমূখ।সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে প্রতিভা মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাংবাদিক মাহমুদ ফিরোজ অনুষ্ঠানের সার্বিক তদারকির মাধ্যমে অত্যান্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করেন। আলোচনা সভা শেষে অত্র একাডেমি’র ৫জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সন্মাননা প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।