কুষ্টিয়া ২ (ভেড়ামারা – মিরপুর) আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
হিসনা বানী প্রতিবেদক।। ১ ডিসেম্বর, ২৩ ইং।। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কুষ্টিয়া ২ (ভেড়ামারা – মিরপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ৩০ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন দাখিল করা হয়। কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী ডা. এস এম মুস্তানজিদ লোটাস, স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ, জাতীয় পার্টির (এরশাদ) ডা. শহিদুল ইসলাম ফারুকি, বিএনএম পার্টির শেখ আরিফুর রহমান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর বাবুল আক্তার, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল আরেফিন, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব,
ন্যাশনাল পিপলস্ পার্টি ( NPP) এ, জে, এম শাহিদুজ্জামান (জনি) ও
স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবেল পারভেজ ( সজল)সহ ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।