ভেড়ামারায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২৩ এর শুভ উদ্বোধন
হিসনা বাণী প্রতিবেদক।।৩ ডিসেম্বর, ২৩ ইং।।
ভেড়ামারা পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২৩ এর শুভ উদ্বোধন করা হয়। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান হোসেন, ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সহ-সভাপতি আতাউর রহমান আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি রকি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন , কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান। আয়োজনে ছিলেন, জিসান, ইভান ও শাকিল।
প্রান্ত এন্টারপ্রাইজ ও বেবী শপ উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে।