কুষ্টিয়ার ৪ টি আসনে ১৭ জনের মননোয়ন পত্র বাতিল ও ২৯ জনের মননোয়ন পত্র বৈধ ঘোষণা
হিসনা বাণী প্রতিবেদক।।৪ ডিসেম্বর, ২৩ ইং।। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৪৬ জন প্রার্থী জেলা রিটানিং ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। আজ ৪ ডিসেম্বর সোমবার কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধির উপস্থিতিতে যাচাই বাছাইয়ে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৭ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন ও ২৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা। কুষ্টিয়ার ৪ টি আসনে ১৭ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা, বাতিলকৃতরা হলেন
কুষ্টিয়া ১(দৌলতপুর) আসনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আল মামুন, ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল।
কুষ্টিয়া ২(ভেড়ামারা – মিরপুর) আসনে ন্যাশনাল পিপলস পার্টি
শাহিদুজ্জামান, সাম্যবাদী দলের প্রার্থী কমরেড আনোয়ার হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শরিফুজ্জামান নবাব , স্বতন্ত্র প্রার্থী ডাঃ ইফতেখার মাহমুদ, বিএনএম পাটির প্রার্থী আরিফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল আরিফিন।
কুষ্টিয়া ৩(সদর) আসনে তরিকত ফেডারেশন প্রার্থী মেহেদী হাসান রিজভী, স্বতন্ত্র প্রার্থী রাকিবুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী নাফিজ আহমেদ খান টিটো ও মোস্তফা কামাল।
কুষ্টিয়া ৪(কুমারখালী ও খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী নৈশ প্রহরী খাইরুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুর রউফের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা। বাতিলকৃত প্রার্থীরা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।