মিরপুরে পাক হানাদার মুক্ত দিবস পালিত
মিরপুর প্রতিনিধি।।৮ ডিসেম্বর, ২৩ ইং॥ কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন,মিরপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুদ্ধকালীন কমান্ডার আফতাব উদ্দিন খাঁন, মিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার,মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল্লাহ আল মতিন লোটাস,, নির্বাহী সদস্য আসাদুর রহমান বাবু, সহ প্রশাসনের সকল কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।