ভেড়ামারায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
হিসনা বাণী প্রতিবেদক।।৯ ডিসেম্বর, ২৩ ইং।। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ভেড়ামারা উপজেলা চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে ভেড়ামারা উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, ভেড়ামারা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা আলমগীর হোসেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,আসাদুজ্জামান আসলাম ও ভেড়ামারা উপজেলা দূর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।