ভেড়ামারা সরকারি কলেজে শিক্ষক ও কর্মচারীদের চাকুরী সরকারিকরণ হওয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন
হিসনা বাণী প্রতিবেদক।।১১ ডিসেম্বর, ২৩ ইং।। কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের চাকুরী সরকারিকরণ হওয়ায় আজ সোমবার দুপুরে অত্র কলেজের পক্ষ থেকে আনন্দ র্যালী ও উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলউল্লাহর নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।