সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।। ১ জুন,২৪ ইং।। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কুষ্টিয়া জেলার সাংবাদিকদের মাতৃসংগঠন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা ১ জুন শহরের শেখ কামাল ষ্টেডিয়ামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাতুল করিম মিজান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সোহেল রানা। বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সহ-সভাপতি শেখ হাসান বেলাল, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, সোহাগ আহমেদ, ডেইলি ষ্টারের ষ্টাফ রিপোর্টার আনিচ মন্ডল, দৈনিক স্বর্ণযুগের নির্বাহী সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, নেক্সাস টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, দৈনিক টিচারের ষ্টাফ রিপোর্টার আহসান হাবিব বিদ্যুৎ, দৈনিক কুষ্টিয়ার ষ্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, মেহেরপুর ইউনিটের প্রধান মাহবুবুল হক পোলেন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সহ-সভাপতি কামরুন্নাহার খান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার সম্পাদক চাঁদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর খান। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল প্রগতিশীল সাংবাদিকদের শুধু সত্য সংবাদ প্রকাশ নয়, গুজবের বিরুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমকর্মীদের ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে সমাজের সকল অনিয়ম, অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে, একজন নিপীড়িত মানুষ যখন কোথাও কোন প্রতিকার পায় না তখন আশ্রয় নেয় গণমাধ্যমকর্মীদের কাছে। সাংবাদিকদের সেই আস্থা এবং ভরসার জায়গা সুরক্ষিত রাখতে হবে।
মধ্যহ্নভোজের পর সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশন শুরু হয়। সেখানে বার্ষিক আয় ব্যয় উপস্থাপন ও অনুমোদন হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. শাহ নেওয়াজ হেলাল, সদস্য নওশাদ আলী ও এইচএম বেলাল অনুমোদিত হয়। আগামী ২২ জুন নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সম্পন্ন হয়।