কুষ্টিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
হিসনা বাণী প্রতিবেদক।।৩ জুন,২৪।। কুষ্টিয়ায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা বাংলাদেশ নিরাপদ খাদ্যমন্ত্রনালেয় উদ্যোগে আজ ৩ জুন কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া ২ আসনের মাননীয় সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।