মিরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিরপুর প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে সহযোগিতায় আজ সোমবার (১০ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় দেশপ্রেম এবং মুল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। এতে পক্ষ দল বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও বিপক্ষ দল চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। পক্ষ দলের দলনেতা ফারিয়া তাসনিম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মীর আব্দুল করিম কলেজেন অধ্যক্ষ আহসানুল হক খান চৌধুরী চন্দন, মিরপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্ত্তুজা হোসেন। এছাড়া কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশে দুর্নীতির কারণ ও প্রতিকার বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাগরখালী আর্দশ ডিগ্রি কলেজে রাসেল রানা প্রথম, মীর আব্দুল করিম কলেজের সাহারা খাতুন দ্বিতীয় এবং মিরপুর মহিলা ডিগ্রি কলেজের সানজিদা ইয়াসমিন তুবা তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর পরিচালনায় এ সময়ে প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার, সদস্য রাশেদুজ্জামান রিমন, জয়শ্রী পাল, আতিকুজ্জামান বিশ্বাস শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।