ভেড়ামারা পদ্মা পাড়ে পরিবার নিয়ে ঘুরে গেলেন রাষ্ট্রপতি
হিসনা বাণী প্রতিবেদক।।বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্যদের নিয়ে
পাকশী লালন শাহ ব্রীজ হয়ে পশ্চিম পাড়ে কুষ্টিয়ার ভেড়ামারা গোল চত্বরে আসেন রাষ্ট্রপতি তার পরিবার
ভেড়ামারার পদ্মা পাড় গোল চত্বরে কিছুক্ষণ অবস্থান করে ফিরে গেলেন।
গতকাল সোমবার ১০ জুন বিকেলে তিনি সপরিবার নিয়ে এ সফর করেন।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা
মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিনকে ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব
ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতু ঘুরে দেখেন। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসিন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।