ভেড়ামারায় বরাদ্দকৃত ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন ইউএনও
হিসনা বাণী প্রতিবেদক।।পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৩,২১৯ জন দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেককে ১০ কেজি হারে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
গত বুধবার উপজেলার মোকারিমপুর ইউনিয়নে দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেককে ১০ কেজি হারে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।এসময় মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।