ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় শিহাব রনি নিহত
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের সহকারী ডিজিটাল উদ্যোক্তা “শিহাব রনি” রবিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)
নিহত শিহাব রনি ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া দক্ষিন ভবানীপুর গ্রামের মরহুম সাহেব আলী মিস্ত্রির ছেলে।
জানা যায়, শিহাব রনি ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়ার
সমিতির মোড় এলাকা থেকে ডাক্তার দেখিয়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ী ফেরার পথে জয়নালের ইটভাটা সংলগ্ন সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। গাড়ীর পিছনের সিটে বসে থাকা রনির স্ত্রী আহত হলেও সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।