কুষ্টিয়া জেলা পুলিশের শিক্ষণ-শিখন মান উন্নয়নকল্পে অভিভাবক মতবিনিময় সভা
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে শিক্ষণ-শিখন মান উন্নয়নকল্পে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, কুষ্টিয়া’র সভাপতিত্বে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষণ-শিখন মান উন্নয়নকল্পে অভিভাবকগণের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার উক্ত মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকগণের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধান করার কার্যক্রম গ্রহন করবেন মর্মে জানান। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে শিক্ষণ-শিখন মান উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ বিষয়ে অভিভাবকগণের মতামত ও পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজকে একটি মান সম্পন্ন ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার্সবৃন্দ।