শহীদ আবু সাঈদের পরিবারের পাশে শাওন ও ইমরান
হিসনা বাণী প্রতিবেদক।।কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন কুষ্টিয়ার দুই সন্তান ফয়সাল আহাম্মেদ শাওন ও ইমরান হোসেন। গত ২ সেপ্টেম্বর দুপুরে রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাত শেষে পাশে থাকার অঙ্গীকার করেন শাওন ও ইমরান।
এসময় তারা প্রতিবেদককে জানান, শহীদ আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আবু সাঈদ একজন বীর। তার অবদান জাতি কখোনোই ভুলবে না। তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। আল্লাহতায়ালা যেন আমাদেরকে তাদের পাশে থাকার তৌফিক দান করেন।
এর আগে শহীদ আবু সাঈদের বাড়িতে প্রবেশ করে শাওন ও ইমরান আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরবর্তীতে তার পরিবারের সকলের সাথে কুশলাদি বিনিময় শেষে আবু সাঈদের পিতা-মাতার হাতে নগদ অর্থ তুলে দেন। সেসময় তারা সুখে দুখে সবসময় আবু সাঈদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
ফয়সাল আহাম্মেদ শাওন ও ইমরান হোসেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এসবি সুপার ডিলাক্সের স্বত্বাধিকারী সিহাব উদ্দিনের ছেলে। ফয়সাল আহমেদ শাওন দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি অস্ট্রেলিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।