ভেড়ামারায় ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর বদলি প্রত্যাহারের দাবিতে বেলা ১২ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে শিক্ষার্থীীা মানববন্ধন অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাবীর প্রতি সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ইউএনও স্যারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। কারণ অনেক অমিমাংসিত বিষয় সুষ্ঠু ভাবে সম্পুর্ন করতে ইউএনও সারের আরও কিছুদিন থাকার প্রয়োজন। যে সময়টুকু লাগবে ততদিন তিনি থাকুক।
নতুন যিনি আসবে তার বুঝতে সময় লেগে যাবে। সমস্যা বাড়বে।
আমাদের দাবী আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই। বদলী প্রত্যাহার চাই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ইউএনও মেহেরপুর সদরে বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড বলেন, আমার বদলি আদেশ হয়েছে। কিন্তু এখনও রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। যেখানে আদেশ হবে যেতে হবে এটাই নিয়ম। শিক্ষার্থী ও ভেড়ামারার মানুষের ভালোবাসা পেয়েছি এটি ভুলবার নয়।বদলীর বিষয়ে সরকারের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বলে তিনি জানান।