ভেড়ামারার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম
হিসনা বাণী প্রতিবেদক।।শারদীয় দুর্গোৎসব মহাঅষ্টামী দিনে আজ শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দীর পুজা মন্ডপ ও কোদালিয়া পাড়া জয় মা কালী সংঘ পুজা মন্দির পরিদর্শন ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাব,আনসার, গোয়েন্দা সংস্থা, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে কিনা, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা তার সার্বিক খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি সুকুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মহাদেব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সরকার সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কোদালিয়া পাড়া জয় মা কালী সংঘ মন্দিরের সভাপতি অসীম অধিকারী ও সাধারণ সম্পাদক শুশেন দেবনাথ সহ কমিটির অন্যান নেতৃবৃন্দ।
জগৎ জননী মাতৃমন্দির ও জয় মা কালী সংঘ পুজামন্ডপ পরিদর্শন করায় উক্ত কমিটির নেতাকর্মীরা এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।