সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে ভেড়ামারায় পুরস্কার বিতরণ করেন এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ভেড়ামারায় চায়ের দোকানদারকে হত্যায় জাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে বিএনপি নেতা জহুরুল করিমের সংবাদ সম্মেলন জাতীয় পাটি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন ভেড়ামারায় জাতীয় পাটি (কাজী জাফর)  যুবসংহতির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত ভেড়ামারায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ভেড়ামারা উপজেলার নবাগত ইউএনও রফিকুল ইসলামের যোগদান কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই মামলার আসামী আবু হেনা মোস্তফা কামাল গ্রেফতার

ভেড়ামারায় মিঠু হাজীর গরুর খামারে ডাকাতি ৭ গরু নিয়ে গেল ডাকাত

হিসনা বাণী প্রতিবেদক।। / ৬৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

ভেড়ামারায় মিঠু হাজীর গরুর খামারে ডাকাতি ৭ গরু নিয়ে গেল ডাকাত

হিসনা বাণী প্রতিবেদক।।কুষ্টিয়ার ভেড়ামারার একটি গরুর খামারে সংঘবদ্ধ ডাকাতদল পাহারাদারদের আগ্নেয়াঅস্ত্র দেখিয়ে হাত-পা, চোখ বেঁধে ৭ টি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বাঁকা পুলের পাশে ইটভাটার ভেতরে খামারে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেলে বলাকা পারভীন বাদী হয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু
তার ইটভাটার ভেতরে গরুর খামার দেন। খামারে বড় ৬ টি গাভী ও ১টি ষাড় গরু ছিলো।
বুধবার রাতে খামারের দায়িত্বে থাকা মোস্তফা হোসেন গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যায়। আব্দুল জলিল পাহারায় থাকে।
রাত ২টার দিকে ২ জন ডাকাত জলিলকে প্রথমে চোখ পরে হাত-পা বেঁধে ফেলে। এরপর ১০-১২ জনের ডাকাত দল আগ্নেয় অস্ত্র, ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ইটভাটায় অবস্থিত খামারে প্রবেশ করে অপর পাহারাদার মোস্তফা হোসেনের হাত-পা, চোখ বেঁধে ফেলেন। পরে তারা খামার থেকে ৭ টি গরু ট্রাকে করে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় উপজেলার খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি প্রায় রাতে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতির ঘটনা নিয়মিত ঘটছে।
আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানান খামারি ও সাধারণ মানুষ।
পাহাড়াদার মোস্তফা হোসেন বলেন,
‘দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামার করে গরু পালন করে আসছেন আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু সাহেব। আমি সেগুলো দেখাশোনা করি। জলিল রাতে দিনে পাহারায় থাকে। বুধবার রাতে খামারের গেট ভেঙে ১০-১২ জনের ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে আমাদের। খামারে থাকা ৭ টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা।’

আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর স্ত্রী বলাকা পারভীন বলেন, ‘আমাদের ইটভাটার ভেতরে খামারে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ৭ টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি। থানায় অভিযোগ দায়ের করেছি।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অভিযোগ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর